পূর্ব মেদিনীপুর:সৌমেন সেন-
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রান ব্লকের পেটুয়াঘাট মৎস্য বন্দরে শনিবার হঠাৎ দুটি মাছের ট্রলারে আগুন লাগল। এই ঘটনায় মাছ ধরার ট্রলার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে পড়ে । পাশের আরাে একটি ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ।
স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে আগুন নেভানাের কাজে লাগে ।ঔ সময় নদীতে ভাটা থাকায় জল পেতে অসুবিধা হলে,পাশের এক নলকূপ থেকে জল এনে আগুন নেভানাের চেষ্টা করে তারা । দমকলকে খবর দেওয়া হয়, এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে কাঁথি , এগরা ও দীঘা দমকল বাহিনী । তবে দমকল বাহিনী আসার আগেই ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে পড়ে দুটি মাছের ট্রলার । তৃতীয় ট্রলারটিকে আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মিরা। কোনাে মৎস্যজীবী আহত হয়েছেন কি না তা খতিয়ে দেখছে দমকল বাহিনী । স্থানীয় বাসিন্দাদের অনুমান ট্রলারে রান্নার গ্যাস থেকেই আগুন লেগেছে বলে মনে করছেন তারা।
দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
ইতিমধ্যে বন্দরে উপস্থিত মৎস্যজীবী নেতা শ্যামল জানা ,তৃণমূল নেত্রী বসুমতী বর এবং কোষ্টাল থানার পুলিশ আধিকারিকরা।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official