নিজের কন্যাশ্রী কে-টু প্রকল্পের টাকা থেকে পাঁচ হাজার টাকা মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে তুলে দিলেন কলকাতার লেডি ব্রাবোন কলেজের প্রথম বর্ষের কন্যাশ্রী ছাত্রী অন্বিতমা পাত্র। লেডি ব্রাবোর্নের ছাত্রী অন্বিতমার বাড়ি পূর্ব মেদিনীপুরের রামনগর থানার সটিলাপুরে। অন্বিতমা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে টাকা তুলে দিলেন।
অন্বিতমার কথায়, “করোনা ভাইরাস সংক্রমণের ফলে গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যও বিচলিত। ভারতের বিপুল জনসংখ্যা এবং জনসংখ্যার ঘনত্ব সত্ত্বেও কোভিড-১৯ আক্রান্ত মানুষের সংখ্যা প্রথম বিশ্বের তুলনায় অনেক কম। এর কৃতিত্ব কেন্দ্র ও রাজ্যের প্রশাসকদের। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করোনার চিকিৎসা ও এই রোগের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর ছাত্র, শিক্ষক-সহ অন্যান্য গণসংগঠনের কাছে আর্থিক সহায়তার বার্তায় সাড়া দিতে পেরে ভীষণ আনন্দ লাগছে।”

লেডি ব্রাবোর্ণ কলেজের প্রথম বর্ষের ছাত্রী তথা রামনগরের সটিলাপুরের বাসিন্দা অন্বিতমা তার দিদি আইনে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী ইলিকা এবং বাবা দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদনের শিক্ষক নন্দগোপাল পাত্র এবং মা কমলিনী পাত্রের সঙ্গে আলোচনা করেই অন্বিতমা বৈদ্যুতিন মাধ্যমে উল্লেখিত টাকা পাঠাতে দেরি করেনি। অন্বিতমার কথায় ‘রাজ্য সরকার তো ওই টাকা আমাকে দিয়েছে, তাই এই বিপর্যয়ের সময়ে সরকারের আহ্বানে সাড়া দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব’। অন্বিতমার বাবা নন্দগোপাল বাবুর কথায়, “সকলের সক্রিয় অংশগ্রহণে সঙ্কটের মোকাবিলা করা করা সম্ভব।”
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official