হাজার হাজার বিজ্ঞানীর হাড়ভাঙা পরিশ্রমের ফসল হিসেবে আত্মপ্রকাশ হলো ভারতের প্রথম অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাপ “এলিমেন্ট”। ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু আজ এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন।
গুগল প্লে স্টোরের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই ১লক্ষ বার এটিকে ডাউনলোড করা হয়েছে। অ্যাপটির নির্মাতাদের দাবী এই অ্যাপটির মাধ্যমে বন্ধুদের সাথে যোগাযোগ করা যাবে, গল্পগুজব করা যাবে। একাধিক বিষয় সম্পর্কে জানাও যাবে। ভয়েস কল, ভিডিও কল ইত্যাদিও করা যাবে এই অ্যাপে।
এদিন উদ্বোধন করার সময়ে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বলেন ” ভারত তথ্যপ্রযুক্তি শিল্পের পাওয়ারহাউস৷ আমাদের কাছে এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা এই শিল্পে অত্যন্ত দক্ষ। এটা সবে শুরু,আমি আশা করছি ভবিষ্যতে এরকম আরো একাধিক আবিষ্কার আমরা দেখতে পাবো”
অ্যাপটির নির্মাতারা অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে ভীষণভাবে আত্মবিশ্বাসী। তারা জানিয়েই দিলেন যে এটি ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটস্যাপকে সমানে সমানে টক্কর দেবে এই আ্যপ। অ্যাপটির সুরক্ষা প্রসঙ্গে তারা স্পষ্টভাবে জানিয়ে দেন যে এর সমস্ত সার্ভার ভারতের মধ্যেই অবস্থিত এবং এতে ব্যবহারকারীদের তথ্য চুরি যাওয়ার ভয় একেবারেই নেই।
৫৯ টি চীনা অ্যাপ ব্যান করার পর সেই আত্মনির্ভরতার লক্ষে আরো এক ধাপ এগোলো ভারত 🇮🇳


0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official