ভলেন্টিয়ার নিয়োগের নতুন বিঙ্গপ্তি

নিয়োগকারী সংস্থার নাম : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর

পদের নাম : ভলেন্টিয়ার প্যারামেডিক্স (Volunteer Paramedics)

যোগ্যতা : অষ্টম শ্রেণী / দশম শ্রেণী / দ্বাদশ শ্রেণী / অন্যান্য ডিগ্রী

বেতন বা ভাতা : একটি নির্দিষ্ট মাসিক পারিশ্রমিক বা ভাতা দেবে সরকার, কিন্তু কত হবে তা উল্লেখ নেই।

যোগ্যতা : আগ্রহী প্রার্থীরা অষ্টম শ্রেণী, মাধ্যমিক (দশম শ্রেণী), উচ্চমাধ্যমিক (দ্বাদশ শ্রেণী) এবং অন্যান্য ডিগ্রী পাস করলেই আবেদন করতে পারবেন উল্লেখিত পদের জন্য। দয়া করে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রবেশ করুন বা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান বিস্তারিত জানতে।

কী ভাবে আবেদন করবেন : প্রথমে আপনি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ www.wbhealth.gov.in যাবেন এবং সেকানে ২৯/০৫/২০২০ তারিখে প্রকাশিত ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি বার করবেন তারপর বিজ্ঞপ্তির শেষের পৃষ্টাটি এপ্লিকেশন ফরমেট (বায়ো-ডাটা প্রোফর্মা) যা আপনাকে প্রিন্ট করতে হবে. তারপর এপ্লিকেশন ফরমেট বা বায়ো-ডাটা প্রোফর্মা টি সম্পূর্ণ পূরণ করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের নির্ধারিত ই-মেইলে (mtlab20.wb@gmail.com) পাঠাবেন।

কী ভাবে পাবেন আবেদন ফর্ম বা প্রোফর্মা : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ www.wbhealth.gov.in যাবেন >> WHAT’S NEW কলম দেখতে পাবেন এবং তার ঠিক নিচে Govt. Order: Proforma for application for engagement as volunteer এই লেখা দেখতে পাবেন এবং এই লেখাটির ওপর ক্লিক করলেই পেয়ে যাবেন অফিসিয়াল নোটিস এবং এপ্লিকেশন ফর্ম।

∗ সমস্ত আগ্রহী বা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা আবেদন করতে পুরোনো বিজ্ঞপ্তির এপ্লিকেশন প্রোফর্মা বা ইমেইল না ব্যবহার করে।

∗ সমস্ত আগ্রহী বা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তাদের আবেদন করতে অবশ্যই নতুন বিজ্ঞপ্তির এপ্লিকেশন প্রোফর্মা বা ইমেইল ব্যবহার করতে হবে।
বিস্তারিত°°°°°°°°

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ