নয়ডা-গাজিয়াবাদ সীমান্তের খোদা কলোনির বাসিন্দা নীলম আট মাসের অন্তঃসত্ত্বা ছিল। শিবালিক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার নীলমের কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু সেই হাসপাতালটি নীলম কে ভর্তি নিতে অস্বীকার করে।
করোনা সংকটে ১৩ ঘণ্টায় বহু হাসপাতাল ঘুরে, একটি বেডও জোগাড় করতে পারেনি পরিবার। প্রত্যেকটি হাসপাতালের দরজা থেকে ফেরানো হয়েছে, বেড না-থাকার অজুহাতে। শেষে অ্যাম্বুল্যান্সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আট মাসের অন্তঃসত্ত্বা বধূ।
শুক্রবার গ্রেটার নয়ডায় এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে গৌতম বুদ্ধ নগর জেলা প্রসাসন।
করোনা সংকটে ১৩ ঘণ্টায় বহু হাসপাতাল ঘুরে, একটি বেডও জোগাড় করতে পারেনি পরিবার। প্রত্যেকটি হাসপাতালের দরজা থেকে ফেরানো হয়েছে, বেড না-থাকার অজুহাতে। শেষে অ্যাম্বুল্যান্সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আট মাসের অন্তঃসত্ত্বা বধূ।
শুক্রবার গ্রেটার নয়ডায় এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে গৌতম বুদ্ধ নগর জেলা প্রসাসন।


0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official