ঝরে যাওয়া ফুলের ব্যথা
বিধান চন্দ্র হালদার
দমকা হাওয়ায় যাদের ঘর গেল উড়ে
চতুর্দিক গাঢ়ো অন্ধকারে ঢাকা
তারাই পেলো না টাকা!
যাদের মাথার উপর অকাল বজ্রাঘাতে
সব কিছুই ফাঁকা
তারাই পেলো না টাকা!
যাদের সংসারে নেই কোনো চাল ডাল
টলোমলো জলে বেঁচে থাকা
তারাই পেলো না টাকা!
ঝিলিমিলি বসন্তে
যাদের ঘরগুলি পাঁচতলা পাকা
তারাই পেল টাকা!
যারা প্রজাপতি ডানায়
ফাগুন গিলতে চড়ে চার চাকা
তারাই পেল টাকা!
যারা এসি লাগানো ঘরে
রাজ দুলাল হয়ে থাকা
তারাই পেল টাকা!
উপেক্ষার ঝরে যাওয়া ফুল,
একদিন--
বন্দুক হয়েই ফিরে আসবেই
নেই কোনো ভুল,
ধ্বংস হোক। ধ্বংস হোক।
উদ্যানের ঝুল ।
উদ্যানের ঝুল।
:: ::::::: সময়ের দর্পণ কবি:::::::
:::::::::::: বিধান চন্দ্র হালদার:::::::

0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official