অমর্ত্য সেনের পাওয়া নোবেলের দাবিতে হাওড়া ব্রিজের মাথায় উঠলেন মহিলা!

লকডাউন শিথিল হতেই আবার ব্যস্ততা ফিরেছে হাওড়া ব্রিজে। আর এমন এক সময়, রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ হাওড়া ব্রিজের চার নম্বর পিলারে উপরে উঠে পড়লেন এক মহিলা।

এই ঘটনায় পথচলতি অনেকেই দাঁড়িয়ে পড়েন হাওড়া ব্রিজে। তাঁকে নামাতে ঘটনাস্থলে আসেন পুলিশ অফিসার ও কর্মীরা।
শুরুর দিকে ওই মহিলা নামতেই চাইছিলেন না। এরপর তাঁকে নানাভাবে অনুরোধ জানান পুলিশকর্মীরা।
স্থানীয় থানার পুলিশ গিয়ে তাঁকে নীচে নামানোর বন্দোবস্ত করে। তাঁর যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে ওই মহিলার বাড়ি উত্তর ২৪ পরগনার অশোক নগরে।
 উদ্ধারকারীদের কাছে ওই মহিলা দাবি করেছেন, উনি ছোটবেলায় নোবেল পেয়েছেন। সেটা অমর্ত্য সেনের কাছে আছে। সেই নোবেল না ফেরালে আবার ব্রিজে ওঠার হুমকি দিয়েছেন তিনি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ