মেয়ে কালো না সমাজ কালো?
পড়ুন প্রতিবেদনটি......
পড়েছি ‘কালো জগতের আলো’। কিন্তু হৃদয়ে ধারণ করেছি কতটা?
চলতে-ফিরতে, বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে, বন্ধুর আড্ডায় কালো মেয়েদের এখনো তো কম হেয় করা হয় না। গায়ের রং কালো বলে মজার ছলে হলেও এখনো অনেক কথা শুনতে হয়, হজম করতে হয় মেয়েদের। কালো মেয়েদের তুলনায় বলাই বাহুল্য কালো ছেলেদের বিড়ম্বনা কম। কথায় বলে, সোনার আংটি বাঁকা হলেও ক্ষতি নেই।
আমাদের চিন্তাচেতনার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়েছে, কালো মানেই অসুন্দর, কালো মানেই ভয়, কালো মানেই অমঙ্গল। কালো বিড়াল, সেও অশুভ। সেই ধারণাকে আমরা মিলিয়ে ফেলি গায়ের রঙের সঙ্গে। আর তা বেশি করে ঘটে নারীদের বেলাতেই। গায়ের রং কালো বলে শৈশবে, কৈশোরে, এমনকি বার্ধক্যেও কটূক্তি শুনতে হয় নারীদের।
কালো মেয়েদের প্রতি সমাজে বিরূপ দৃষ্টিভঙ্গির কারণেই মা-বাবা কখনো বলতে চান না, আমার মেয়ে কালো। বলেন, শ্যামলা। অথবা বলেন, গায়ের রং একটু চাপা। বিয়ের সম্বন্ধের সময় বলেন, ‘গায়ের রং চাপা হলেও মেয়ে দেখতে কিন্তু ভারী মিষ্টি।
গায়ের রং কালো বলে যৌতুক বেশি, বউকে নির্যাতন, এমনকি আত্মহত্যার মতো ঘটনাও কম দেখা যায় না।
তাই আসুন, রং ফরসাকারী ক্রিম মেখে বা রূপচর্চা করে গায়ের রং কালো থেকে ফরসা করার চেষ্টা ও প্রচার বাদ দিই। বরং দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করি।
গায়ের রং নিয়ে কেউ কটূক্তি করলে প্রতিবাদ করুন মেয়েরা। জানিয়ে দিন, রং নিয়ে আপনি মোটেও বিচলিত নন। আর আমরা কেউ এমন মন্তব্য না করি, যা কারও মনঃকষ্টের কারণ হয়ে দাঁড়ায়!!!
একমত হলে সবাইকে শেয়ার করুন
🙏🙏ধন্যবাদ
পড়ুন প্রতিবেদনটি......
পড়েছি ‘কালো জগতের আলো’। কিন্তু হৃদয়ে ধারণ করেছি কতটা?
চলতে-ফিরতে, বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে, বন্ধুর আড্ডায় কালো মেয়েদের এখনো তো কম হেয় করা হয় না। গায়ের রং কালো বলে মজার ছলে হলেও এখনো অনেক কথা শুনতে হয়, হজম করতে হয় মেয়েদের। কালো মেয়েদের তুলনায় বলাই বাহুল্য কালো ছেলেদের বিড়ম্বনা কম। কথায় বলে, সোনার আংটি বাঁকা হলেও ক্ষতি নেই।
আমাদের চিন্তাচেতনার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়েছে, কালো মানেই অসুন্দর, কালো মানেই ভয়, কালো মানেই অমঙ্গল। কালো বিড়াল, সেও অশুভ। সেই ধারণাকে আমরা মিলিয়ে ফেলি গায়ের রঙের সঙ্গে। আর তা বেশি করে ঘটে নারীদের বেলাতেই। গায়ের রং কালো বলে শৈশবে, কৈশোরে, এমনকি বার্ধক্যেও কটূক্তি শুনতে হয় নারীদের।
কালো মেয়েদের প্রতি সমাজে বিরূপ দৃষ্টিভঙ্গির কারণেই মা-বাবা কখনো বলতে চান না, আমার মেয়ে কালো। বলেন, শ্যামলা। অথবা বলেন, গায়ের রং একটু চাপা। বিয়ের সম্বন্ধের সময় বলেন, ‘গায়ের রং চাপা হলেও মেয়ে দেখতে কিন্তু ভারী মিষ্টি।
গায়ের রং কালো বলে যৌতুক বেশি, বউকে নির্যাতন, এমনকি আত্মহত্যার মতো ঘটনাও কম দেখা যায় না।
তাই আসুন, রং ফরসাকারী ক্রিম মেখে বা রূপচর্চা করে গায়ের রং কালো থেকে ফরসা করার চেষ্টা ও প্রচার বাদ দিই। বরং দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করি।
গায়ের রং নিয়ে কেউ কটূক্তি করলে প্রতিবাদ করুন মেয়েরা। জানিয়ে দিন, রং নিয়ে আপনি মোটেও বিচলিত নন। আর আমরা কেউ এমন মন্তব্য না করি, যা কারও মনঃকষ্টের কারণ হয়ে দাঁড়ায়!!!
একমত হলে সবাইকে শেয়ার করুন
🙏🙏ধন্যবাদ

0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official