লকডাউনের পরে
অরুণ চক্রবর্তী
ঢাকঢোল বাজাও সব লক ডাউনের তালে
হনুমান সব আছে বসে গাছের মগডালে
অভাব অনটনে কষ্ট খুবই পাচ্ছেনাতো কলা
চিৎকারে সব ফাটিয়ে দিচ্ছে শুকিয়ে যাচ্ছে গলা
রাস্তার সব লালুভুলু বাড়ির দরজায় রোজ
চুপচাপ নাড়িয়ে লেজ করে খাবারের খোঁজ
ব্যাপার বুঝি ওরাও বোঝে ডালমে কুছ কালা
দোষটা ওদের কীসের বলো পেটে খিদের জ্বালা
পদ্মমাসীর কাজের বউ আজ সকালে এসে
ছারের কথা জিজ্ঞেস করলো একটুখানি কেশে
মুখের কথায় বুঝতে পারি পায়নি তিনমাস টাকা
যায়নি কাজে দেয়নি টাকা হলদিরামের কাকা
জাহির আবার চিৎকার করে,'কেমন আছেন বাবু?'
আটদিন হেঁটে শরীরটা যে হয়েছে ভীষণ কাবু।'
উত্তরে বললাম আমি সব যা যা দিয়েছে ছাড়
আকাশ ভেঙ্গে পড়লো শুনে মুখটা আরও ভার
হঠাৎ একটা বিকট শব্দে তাকিয়ে দেখি জগা
শুরু করেছে পারতে আম হাতে বিশাল লগা
বুঝলাম আমি খাবার জোগাড়ে ছুটছে তার ঘাম
লগা দিয়ে পাড়ছে তাই মোটকাবাবুর আম
বুদ্ধি দিলাম'' পাশের গ্রামে তল্পিবাবুর কাছে
এক্ষুনি যা খাবার পাবি যেটুকু এখন আছে।'
বললো তখন,'পরিযায়ী আমি চিনবেননা উনি
তল্পিবাবু ভীষণ কড়া মানুষের মুখে শুনি। '
এমন অনেক জগা আছে রুজি যাদের নেই
ঘরে ফিরে বাঁচার আশায় হারিয়ে ফেলে খেই
রাজায় রাজায় যুদ্ধ করে জগারাই বেশি মরে
কঠিন শংকার ছবি ভাসছে লকডাউনের পরে।


0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official