পূর্বমেদিনীপুর:এগরা:বৈঁচা:: সৌমেন সেন
সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর নােবেল করােনা সংক্রমন যার জেরে গােটা দেশে একটানা লকডাউন চলছে । অন্যান্য রাজ্যগুলির সাথে পাল্লা দিয়ে এরাজ্যের বুকেও থাবা বসিয়েছে করােনা ভাইরাস । পূর্ব মেদিনীপুরের এগরাতে রেড জোন ঘোষনা করা হয়েছে। এই পরিস্থিতিতে কাজকর্ম হারিয়েছে বহু মানুষ ।খাদ্যের জোগাড় করতে রীতিমতাে হিমসিম খাচ্ছে অসহায় ও দ্ররিদ্র মানুষেরা। এই অবস্থায় দিন আনি দিন খাই অসহায় ১০০ পরিবারের কাছে দাঁড়াল বৈঁচা উদিত সংঘের শনি মহারাজ ও তারামা মন্দির কমিটি ।
মন্দিরের পার্শ্ববর্তী এলাকার (বৈঁচা,ডোমপুকুর,দোবান্ধি,বিষর পুর, এগরা) মানুষদের জন্য এই ত্রান সিবিরের আয়োজন করেন তারা।
তারা জানান ভগোবান প্রতিটি মানুষের মধ্যে আছে মানব শেবা মানেই ঈশ্বর শেবা
তাই বিভিন্ন মানুষের সাহাযার্থে ও মন্দিরের উপার্জিত টাকা থেকেই আমরা ১০০ পরিবারের কাছে সামান্য সেবার হাত বাড়িয়ে দিলাম। প্রতিটি পরিবারের অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্ৰী ও স্বাস্থ্য কীডস হিসেবে মাক্স
ও সচেতনতা বার্তা পৌঁছে দিলাম । সঙ্গে খেলুড়ি প্রসাদের আয়োজন করেছি।
ওই দিন ঐ ত্রান শিবিরে উপস্থিত ছিলেন
এগরা 2 নং ব্লকের সহ সভাপতি শ্রীপতি প্রধান।
মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী। ক্লাব সভাপতি অশোক নাজির। ও বিশিষ্ট সমাজসেবি প্রদ্যুত নন্দী, কালিপদ মাইতি,সুকুমার জানা ও অন্যান্যরা।
স্থানীয় গ্রাম বাসি ও পার্শবর্তী এলাকার মানুষেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর নােবেল করােনা সংক্রমন যার জেরে গােটা দেশে একটানা লকডাউন চলছে । অন্যান্য রাজ্যগুলির সাথে পাল্লা দিয়ে এরাজ্যের বুকেও থাবা বসিয়েছে করােনা ভাইরাস । পূর্ব মেদিনীপুরের এগরাতে রেড জোন ঘোষনা করা হয়েছে। এই পরিস্থিতিতে কাজকর্ম হারিয়েছে বহু মানুষ ।খাদ্যের জোগাড় করতে রীতিমতাে হিমসিম খাচ্ছে অসহায় ও দ্ররিদ্র মানুষেরা। এই অবস্থায় দিন আনি দিন খাই অসহায় ১০০ পরিবারের কাছে দাঁড়াল বৈঁচা উদিত সংঘের শনি মহারাজ ও তারামা মন্দির কমিটি ।
মন্দিরের পার্শ্ববর্তী এলাকার (বৈঁচা,ডোমপুকুর,দোবান্ধি,বিষর পুর, এগরা) মানুষদের জন্য এই ত্রান সিবিরের আয়োজন করেন তারা।
তারা জানান ভগোবান প্রতিটি মানুষের মধ্যে আছে মানব শেবা মানেই ঈশ্বর শেবা
তাই বিভিন্ন মানুষের সাহাযার্থে ও মন্দিরের উপার্জিত টাকা থেকেই আমরা ১০০ পরিবারের কাছে সামান্য সেবার হাত বাড়িয়ে দিলাম। প্রতিটি পরিবারের অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্ৰী ও স্বাস্থ্য কীডস হিসেবে মাক্স
ও সচেতনতা বার্তা পৌঁছে দিলাম । সঙ্গে খেলুড়ি প্রসাদের আয়োজন করেছি।
ওই দিন ঐ ত্রান শিবিরে উপস্থিত ছিলেন
এগরা 2 নং ব্লকের সহ সভাপতি শ্রীপতি প্রধান।
মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী। ক্লাব সভাপতি অশোক নাজির। ও বিশিষ্ট সমাজসেবি প্রদ্যুত নন্দী, কালিপদ মাইতি,সুকুমার জানা ও অন্যান্যরা।
স্থানীয় গ্রাম বাসি ও পার্শবর্তী এলাকার মানুষেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official