নার্সিং হোমের কর্ণধার ডা:বাদল অশ্রু ঘাটা নিজে থেকে পরিষেবা দিচ্ছেন রোগীদের। যদিও স্টাফ এদিন কম তা সত্বেও নিজেই তদারকি করছেন। এ বিষয়ে ডা:ঘাটা বলেন ডাক্তারী পড়ার সময় শপথ নিয়েছিলাম যত সময় এই ড্রেস গায়ে থাকবে ততক্ষণ আমার নৈতিক দায়িত্ব মানুষ কে স্বাস্থ্য পরিষেবা দেওয়া তাই এই সংকট কালে একদিনও বন্ধ করিনি। ডায়ালাইসিস পেসেন্ট পার্টির মুখ গুলোর কথা ভেবে চরম অসুবিধার মধ্যে চালিয়ে যেতে হচ্ছে। কোন কোন বেসরকারি হাসপাতাল পরিষেবা বন্ধ করে দেওয়ায় চাপ বাড়লেও যতক্ষন কীডস থাকবে মানুষের জীবনের কথা ভেবে পরিষেবা চালিয়ে যাব।কিছু অসুবিধার কথা এস ডি ও অপ্রতীম ঘোষ ও এগরা থানার ও সি কাশিনাথ চৌধুরীকে জানিয়েছি,তারা প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন। হাসপাতাল ও নার্সিং হোম মানুষের পরিষেবা দেওয়ার জন্য ,তেমনি পরিষেবা নেওয়ার জন্য স্বাস্থ্য সম্মত পরিমন্ডল দিতে হবে সোসাইটি ও রোগীর পরিবারকে। এই পারস্পারিক সমন্বয়ের অভাব হলে কাঙ্খিত পরিষেবা পাওয়ারও অসুবিধে হবে, সে বিষয়টি দেখার দায়িত্ব সবার কেউই দায়িত্ব এড়াতে পারেন না।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official