অভিযোগ, ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর গত ৩দিন আগে এই ক্রিকেট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পর প্রতিটি খেলায় পুলিশ কর্মীদের অবস্থান লক্ষ্য করা গিয়েছে। এদিনও খেলার মাঠে বেশ কয়েকজন পুলিশ কর্মী ছিল। পুলিশকর্মীদের উপস্থিতিতেই কিভাবে একজন পুলিশ কর্মী গুলি চালালেন সে নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকার মানুষজনের অভিযোগ, ঝাড়গ্রাম শহর এবং শহরতলি এলাকায় আইনের শাসন অনেকটা শিথিল হয়ে গিয়েছে। পুলিশ শুধুমাত্র বালি এবং মোরাম খাদান থেকে তোলা তুলতেই ব্যস্ত। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি ভাঙচুর চালানো হয়। শেষমেশ পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ লাঠিচার্জ করতে হয়। গুরুতর জখম শেখ তাকবীর আলীকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় পাঠানোর সময় তাঁর মৃত্যু হয়।

0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official