এমনি আশঙ্কা করলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ট অনুগামী পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের সম্পাদক কনিস্ক পণ্ডা। শুভেন্দু অধিকারী বা তার পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যের কোনও দাবি করেননি।
শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্তের আশঙ্কা করে অনুগামীদের পক্ষ থেকে কনিষ্ক পন্ডা সংবাদ মাধ্যমের কাছে এই সম্ভাবনার কথা তুলে ধরেন। রাজ্য সরকারের মন্ত্রীত্ব ছাড়লেও শুভেন্দু অধিকারী এখনও পর্ষন্ত তৃণমূলের বিধায়ক রয়েছেন।মঙ্গলবার ঘনিষ্ঠরা দাবি করেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তার প্রয়োজন। কারণ তাঁকে খুনের চক্রান্ত হচ্ছে। তাঁর নিরাপত্তার দাবিতে রাজ্যপালের কাছে যাওয়ার পরিকল্পনার কথাও জানান শুভেন্দু অনুগামীদের একাংশ। এমনি মন্তব্য করলেন কনিস্ক পণ্ডা। উল্লেখ্য,মন্ত্রিত্ব-সহ বেশ কয়কটি পদ ছাড়ার পর নিরাপত্তাও ছেড়েছেন নন্দীগ্রামের বিধায়ক।এবার সেই নিরাপত্তারই প্রয়োজন অনুভব করছেন তাঁর অনুগামীরা। যদিও এই জেলা পুলিশের কোন প্রতিক্রিয়া জানা যায়নি। পাশাপাশি শুভেন্দু অধিকারী পরিবারের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানা যায়নি।

0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official