মামদোবাজি/ ইব্রাহিম সেখ

      *** মামদোবাজি ***
        ইব্রাহিম সেখ

 মামদোবাজি নায়েব কাজি
কেউবা হাজি কেউবা গাজি
কাজের বেলায় সবাই কাজি
ফুরালে কাজ মস্ত পাজি!

দেবতাদের প্রসাদ খেয়ে
গঙ্গা জলে উঠলে নেয়ে
আবার কেন দেখছ চেয়ে
কোথায় আছে ডবকা মেয়ে!

তছবি মালা গলাই পরে
মন্দিরে যাও,কাবার ঘরে,
নামাজ পড়ো কেমন করে
কেমন পূজা সাকার ধরে!

চলছে কেবল লুটের খেলা
মিথ্যা রাজের বসছে মেলা
নানা ধর্মের নানান চেলা
অহং নদে ভাসাই ভেলা! 

সাদা কালো বিভেদ নীতি
নিখোঁজ আজি প্রেম পিরিতি
মানবতার নেইকো গীতি
হত্যা যজ্ঞি চলছে নিতি! 

অশ্রু ভরা মায়ের আঁখি
ন্যায়ের নামে চলছে ফাঁকি
নেতায় নেতায় মাখামাখি
হিসাব কিতাব হচ্ছে বাকি।

মানুষ নামের পশুর দলে
পাপের মালা পরছে গলে
বিচিত্র সব- ধন্ধে চলে
মামদোবাজি একেই বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ