মানবিকতার নজির এগরা আমরা ক’জন এর মাক্স ও ত্রাণ বিতরণ

মানবিকতার নজির এগরা আমরা ক’জন এর মাক্স ও ত্রাণ বিতরণ

করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। কাজ হারিয়েছেন বহু মানুষ। বাড়িতে বসে দিন কাটছে হাজার হাজার । দিন আনি দিন খাই শ্রমজীবি বিপন্ন মানুষ।
দিন আনি দিন খাই পরিবারগুলি তাই লকডাউনের মধ্যে অভুক্ত থাকছেন , সচেতনতার অভাবে স্বাস্থ্যবিধি ঠিক মত মানছেন না। দারিদ্রতার কারণে যারা এঁটে উঠতে পারছেন না ,অসহায় সেই সব মানুষদের মুখে খাবার তুলে দিতে এবং করোনার বিরুদ্ধে সচেতন করতে এগিয়ে এলো এগরা আমরা ক’জন সম মানসিকতার উদার মনস্ক ব‍্যক্তিত্ব। বিপন্ন অসহায়দের মুখে খাবার তুলে দিতে তাঁরা প্রায় ৫০ পরিবারে নিজেদের মত ত্রানের প‍্যাকেট তুলে দেন।



ত্রানে চাল -৫ কেজি,আলু -৪ কেজি,ডাল- ১ কেজি,মুড়ি-১ কেজি, সূর্যমুখী তেল-১ কেজি,সয়াবিন- ৫০০গ্রাম,বিস্কুট -৪০০ গ্রাম,সাবান -৪ টি,মাক্স- ৩টি।প্রতিটি পরিবারে গিয়ে অসহায় মানুষদের হাতে খাদ‍্য সামগ্ৰী ও স্বাস্থ্য কীডস হিসেবে সাবান এবং মাক্স তুলে দেওয়া হয় ।
শনিবার এগরা থানার বড়নিহারী , উষ্মা , সাননিহারী , আইলান মৌজা , এগরা- ২ এর আলিপুর ও খেজুরদা, এগরা পৌর এলাকা মিলে মোট ৫০ টি দুস্থ দরিদ্র পরিবারের হাতে খাদ‍্য সামগ্রী তুলে দেওয়া হয় । এই দুঃসময়ে খাদ্যশস্য সাবান , মাক্স পেয়ে খুশি গরীব মানুষরাও।
তাছাড়া শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে স্বাস্থ্য সহায়িকা মিঠু সিংএর নেতৃত্বেএই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এরা কয়েক জন আগামী দিনে এমন উদ্যোগ আবার ও নেবেন বলে জানান।


সংস্থা সূত্রে জানা গিয়েছে , “মানুষ প্রচণ্ড অসহায় অবস্থার মধ্যে দিনযাপন করছে। বহু মানুষ কাজ হারিয়ে আজ বাড়িতে বসে আছেন।কিন্তু তাই বলে আমরা থেমে থাকবো কেন । বহু মানুষ আজ আমাদের থেকে অনেক বেশি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। না খেয়ে পড়ে আছেন রাস্তার পাশে গ্রামে , পাড়ায় ।
তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ। তবে আগামী আরও বেশি মানুষের পাশে বেশি অসহায় পরিবারের পাশে আমরা কজনের সদস্যরা সাথে থাকার অঙ্গীকার করলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ