সাধারণতন্ত্র দিবসের সকালে বিজেপির রামপুরহাটে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি । পতাকা তোলার পর দেখা যায় উলটো পতাকা উত্তোলন করা হয়েছে ৷
রামপুরহাট 26 জানুয়ারি : জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে অস্বস্তিতে পড়লেন দিলীপ ঘোষ ।
মঙ্গলবার সাধারণতন্ত্র দিবসের সকালে বিজেপির রামপুরহাট দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি । পতাকা তোলার পর দেখা যায় উলটো করে পতাকা উত্তলন করা হয়েছে ৷ তড়িঘড়ি সেই পতাকা নামিয়ে ফের পতাকা উত্তোলন করেন দিলীপ ঘোষ ।
আজ সকালে প্রথমে তারাপীঠে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি ৷ এরপরে রামপুরহাটের দলীয় কার্যালয়ে এসে পতাকা উত্তোলন করেন । সেখানেই বিপত্তি হয় ৷ ঘটনায় অস্বস্তিতে পড়েন দিলীপ ঘোষ ৷ পতাকা বিভ্রাটে বিড়ম্বনায় পড়ে রামপুরহাট বিজেপি নেতৃত্বও ৷
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official