পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দ্বারা অবহিত করা হচ্ছে যে শিক্ষকের যোগ্যতা পরীক্ষা (টেট -২০১৭) পরীক্ষা বোর্ড কর্তৃক একক দিনে পরিচালিত হবে। কেবলমাত্র যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে আবেদন জমা দিয়েছেন তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। এডমিট কার্ড, পরীক্ষার স্থান পরবর্তীতে অনলাইনে জারি করা হবে।২০১৭ সালের বিজ্ঞপ্তির পর যাঁরা আবেদন করেছিলেন, তাঁরাই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। মোট আড়াই লক্ষ আবেদনকারী রয়েছেন যারা এই প্রাথমিকের টেট দেবেন।
তারিখ: 31 শে জানুয়ারী, 2021
সময়: 1-3:30 অপরাহ্ন
উল্লেখ্য, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রাথমিকে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হবে। একইসঙ্গে তিনি আরও বলেন যে, ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে। সেইমত ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ। যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্যানেল তৈরি হয়ে যাবে। এর পাশাপাশি ৩১ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের (TET) কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁরই বিজ্ঞপ্তি আজ বের হলো।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official