১৭ তারিখ থেকে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট দিয়ে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ওডিআই সিরিজ অজিরা জেতার পর টি-২০ সিরিজ জেতে ভারত। স্বভাবতই টেস্টেও হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সবার আশা। ইশান্ত শর্মার অনুপস্থিতিতে ভারত তৃতীয় পেসার কাকে খেলাবে, সেই নিয়ে সকলের মনেই কৌতুহল আছে। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন কিংবদন্তী অজি ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল।
একটি ভার্চুয়াল ইভেন্টে এসে ইয়ান চ্যাপেল বলেন যে রবি শাস্ত্রীর সঙ্গে তিনি কয়েকদিন আগে মদ্যপান করছিলেন। তখনই রবি তাঁকে বলেন যে খুব সম্ভবত উমেশকে খেলাবেন তাঁরা। প্রস্তুতি ম্যাচেও নজর কেড়েছেন উমেশ। তাই স্বভাবতই জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির সঙ্গে তাঁর নামই বিবেচনা করছে ভারত। অ্যাডিলেডে গোলাপি বল যে ভালোই সিম ও সুইং করবে সে বিষয় নিশ্চিত ইয়ান। তাঁর মতে প্রথম ইনিংসে যে দল ৩০০ করতে পারবে, তারা খুব সম্ভবত ম্যাচ জিতবে। বুমরাহ ও শামি থাকায় রবি শাস্ত্রীও প্রথম ম্যাচ জেতার বিষয়ে আত্মবিশ্বাসী বলে মনে করেন শাস্ত্রী।

0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official