বুধবার থেকে লোকাল ট্রেন চালু, রবিবারও পুরোদমে স্যানিটাইজেশনের কাজ

সামনের বুধবার থেকেই চলবে লোকাল ট্রেন। তাই রবিবারও স্যানিটাইজেশনের কাজ করল রেল কর্তৃপক্ষ। এদিকে, লোকাল ট্রেনে নিয়ন্ত্রণ চেয়ে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।

বুধবার থেকে লোকাল চালু

হাইলাইটস

  • লোকাল ট্রেন চালু হওয়ার পরে বাস্তবে পরিস্থিতি কী দাঁড়াবে, তা জানে না কেউ।
  • স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই রবিবার, ছুটির দিনেও কারশেডে থাকা ট্রেনগুলির প্রতিটি কোচে চলল স্যানিটাইজেশন।
  • লোকাল ট্রেন চালানোর পর যাত্রী সুরক্ষার বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে রেলকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ