সবার প্রিয় প্রণব মুখার্জী
কলমে --নীতা কবি

সাধারণ ঘরের সাধারণ ছেলে প্রণব মুখার্জী তুমি
ধন‍্য করলে বাঙালি জাতিকে, ধন‍্য মাতৃভূমি।

বীরভূম জেলার কীর্ণাহার গ্ৰামে জন্ম নিলে তুমি
সাধারণ হয়েও অতি অসাধারণ, তোমার চরণ চূমি।

বিচক্ষণ আর ধৈর্ঘ্যে, সহ‍্যে তোমার তুলনা তুমি
বাংলা মায়ের কৃতী সন্তান, সকলে তোমায় নমি।

বাংলা তথা ভারতবর্ষ ভুলবে না কোনোদিন
ইতিহাস জুড়ে রবে নাম,মনে রবে তব ঋণ।

বিদায়ের কালে প্রণমি তোমায়, পেয়ো যেন চির-শান্তি
কর্মবীর তুমি, দূর হোক তব পার্থিব ক্লেশ-ক্লান্তি।

আবার এসো হে গুনী-সন্তান বাংলা-মায়ের কোলে
তোমার ভারত, তোমার বাংলা তব জয়ধ্বনি তোলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ