সাংবাদিকরা বিক্রি হয়ে যাচ্ছে

জানিনা নিউজ ও ভিউজ টা কি         
           জাহাঙ্গীর দেওয়ান

বড় নেতার পায়ে কুকুরে কামড়ালে 
কাগজের শিরোনামে চলে আসবে।
যদি তোমার-আমার পায়ে কামড়ায় 
ক্যামেরা ফোকাস শতযোজন দূরে।

যদি তুমি ক্যামেরাতে আসতেই চাও
সাংবাদিকের সামনে চলতে থাকো।
কুকুরের পায়ে আস্তে করে কামড়াও
দেখবে পরের দিন তুমি শিরোনামে।

ভাগাড়ের রাস্তায় পচা খালের উপর
সাঁকোউদ্বোধনে ফিতেকাটা অনুষ্ঠান।
বাইক মিছিল, প্রেসবিজ্ঞপ্তি কত কি!
নেতা যদি হতেই হয় রাজ নেতা হবে।

এখন সাংবাদিকরা বিক্রি হয়ে যাচ্ছে!
তছরুপের বদলে ফিতেকাটা দেখায়।
তারজন্য অবশ্য সাংবাদিক দায়ী নয়
আর্থিকপ্যাকেজে তাদের নাম থাকে?

সামাজিক সংগঠনগুলি দায় এড়াবে-
পূজোয় কোটি টাকার বাজেট হলেও।
ক' শতাংশ গরীব সাংবাদিকরা পান?
প্রচারমাধ্যমে কিছু দেওয়া উচিত নয়!

নিজে বাঁচলে পরের বাঁচাতে পারতো
ক্ষুধাতুর পূর্ণিমা দেখে কি লাভ পাবে!
খল সাংবাদিককে নয় বাদ-ই দিলাম,
সব সাংবাদিকের দুর্বল ভাবা ঠিক না।

সত্যপ্রকাশে আত্মবলিদান দিয়ে দেয়,
অন্য পেশায় নিয়োজিত'রা পারবেনা।
কবিদের লেখাতে দেশাত্মবোধ জেগে
জাতির প্রতি মমত্ববোধ তৈরি হয়েছে।

অচেতন অর্ধচেতন অবচেতনগুলোর
সাথে চিতেচেতনের চেতনবোধ জাগে।
কবিতা বই বিকোয় না পোকায় কাটে
প্রকাশকরা এখন আর ছাপতে চায়না

কবিগণ ডোনেশন দিয়ে কবিতা ছাপে,
সেগুলো কী বাজারজাত করা সম্ভব?
রাজনেতাগণ খেলায় বিজ্ঞাপন দেবেই
একটু কি সাহিত্যপ্রেমী হওয়া যায় না?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ