কিস্তির বোঝা বড্ড ভারি
জাহাঙ্গীর দেওয়ান
খুব সুন্দর বাথরুম সহ-
আবাস যোজনার বাড়ি।
স্বপ্নই ছিল সখ পূরণের
কিস্তিতেই নিলাম গাড়ি।
সালামির দোকান নিয়ে
গুনতে হচ্ছেই ভাড়া টা।
তার উপরগাড়ির কিস্তি
প্রচুর তেল খায় গাড়িটা।
এ.সি ফ্রিজ টি.ভি কিনে
সাজানোর কিস্তি গোনা।
বউ বাচ্চার মন খারাপে
অকারণে কিনছে সোনা।
এক সময়ে কিস্তি গুলো
বইতে গিয়ে ঘাড়ে ব্যথা।
খাওয়া পরার ত্রুটি হলে
বউ আমার খাচ্ছে মাথা।
পালা করে আর্তি সেবায়
আমার বউ টা সর্ব সেরা।
বোঝা টানতে কষ্ট হলেও
বলে কোথায় যাবে এরা।
তাই বলি কারোর দেখেই
বৌটা কোরোনা কিস্তিতে।
হিসাব নিকাশ মিলবে না
যেতে পারে সব ভিস্তিতে।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official