রাজনীতির উর্ধ্বে উঠে জঙ্গলমহলের গোয়ালতোড়ে শিক্ষক শিক্ষিকাদের তরফে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে প্রায় তিন লক্ষ টাকা সাহায্যের পাশাপাশি পনের দিনের জন্য অন্নছত্র।

রাজনীতির উর্ধ্বে উঠে জঙ্গলমহলের গোয়ালতোড়ে শিক্ষক শিক্ষিকাদের তরফে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে প্রায় তিন লক্ষ টাকা সাহায্যের পাশাপাশি পনের দিনের জন্য অন্নছত্র।


৭ ই মে, গোয়ালতোড়ঃ পশ্চিমবঙ্গ তৃনমুল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র রাজ্যজুড়ে শিক্ষক সমাজের ভাবমূর্তি উজ্জ্বল করতে করোনা লকডাউনে সাহায্যের ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ত্রান তহবিলে সাহায্যের। প্রায় চার কোটি টাকা সংগ্রহ হয়েছে রাজ্যজুড়ে অশোক রুদ্রের ডাকে। আজ সেই ডাকে সাড়া দিয়ে তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির পাশাপাশি চক্রের সমস্ত সংগঠনের সদস্যরা এগিয়ে এলেন জঙ্গলমহলের গোয়ালতোড়ে। আজ লকডাউনের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা পশ্চিম সার্কেলের শিক্ষক শিক্ষিকাদের তরফে আজ মুখ্যমন্ত্রীর এমারজেন্সি ত্রাণ তহবিলে দেওয়ার জন্য দু লক্ষ সাতাশি হাজার আটশত পঁয়ত্রিশ টাকার ডিমান্ড ড্রাফট গড়বেতা ২ নং ব্লকের বিডিও সোফিয়া আব্বাসের হাতে তুলে দেওয়া হয়। এলাকার বিশিষ্ট শিক্ষক, জেলা পরিষদ সদস্য ও তৃনমুল কংগ্রেসের ব্লক কার্যকরী সভাপতি এবং তৃনমুল প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি চন্দন সাহা জানান গড়বেতা পশ্চিম চক্রের ২১৪ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ২০৯ জন একসাথে সাহায্য করেছেন রাজনীতির উর্ধ্বে উঠে, ৪ জন আগেই আলাদা ভাবে দিয়েছেন ও একজন দেননি। তিনি সকলকে ধন্যবাদ জানান। তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক ও চক্রের শিক্ষক সৌমিত্র চোঙদার বলেন গড়বেতা পশ্চিম টীচার্স কো অপারেটিভ থেকে তার গত সোমবার ৪ ই মে থেকে পনের দিন চলবে এরকম একটি অন্নছত্র শুরু করেছেন। এলাকার পরিয়ায়ী শ্রমিক সহ প্রায় ৩০০ জন মানুষের মুখে দুপুরের খাবার তুলে দিচ্ছে গড়বেতা পশ্চিম চক্রের টিচার্স কো অপারেটিভ। তিনিও ধন্যবাদ জানান সুশীল শীল, দেবব্রত ঘোষ, অর্ধেন্দু দে সহ সকল শিক্ষক শিক্ষিকাদে ও স্থানীয় জনকল্যাণ সমিতির সদস্যদের। এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু দুলে,মহকুমা তৃনমুল শিক্ষক সংগঠনের তরফে তন্ময় সিংহ ও চক্রের শিক্ষক শিক্ষিকারা। তন্ময় বাবু বলেন এটি জেলার জন্য একটি গর্বিত মুহুর্ত ও জেলা কেনো হয়তো রাজ্যে মোট সংগ্রহ ও মোট অংশগ্রহণের নিরিখে চক্রের অসাধারণ অভিজ্ঞতা, রাজ্য সভাপতি অশোক রুদ্রের আহ্বানে এগিয়ে আসার জন্য তিনি চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষক নেতৃত্ব চন্দন সাহা ও সৌমিত্র চোঙদার কে বিশেষ ধন্যবাদ জানান এই অসাধারণ সফলতার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ