ভয়ঙ্কর মারণ করোনা ভাইরাস থেকে দেশকে রক্ষা করতে রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের প্রধানমন্ত্রী এক সঙ্গে মিলিত হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মারণ ভাইরাস মোকাবিলায় দরকার অপরিযাপ্ত অর্থ, সেই অর্থের সাহায্য চাইলেন দেশের মানুষের কাছে ত্রাণ তহবিলে। কেন্দ্র-রাজ্য পৃথক পৃথক ত্রাণ তহবিল তৈরিও করেছেন।
সেই তহবিলে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পটাশপুর-২এর খাড় তৃণমূল কংগ্রেস । সংগঠনের পক্ষে ৩০ হাজার টাকা কানাড়া ব্যাঙ্কের অঞ্চলস্থিত শাখায়এন ই এফ টির মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠালেন । উপস্থিত ছিলেন খাড় পঞ্চায়েতের উপ-প্রধান অশোক কুমার মাইতি, দলের সহ-সভাপতি গনেশ চন্দ্র পয়ড়্যা ও প্রশান্ত মাইতি।
সেই তহবিলে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পটাশপুর-২এর খাড় তৃণমূল কংগ্রেস । সংগঠনের পক্ষে ৩০ হাজার টাকা কানাড়া ব্যাঙ্কের অঞ্চলস্থিত শাখায়এন ই এফ টির মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠালেন । উপস্থিত ছিলেন খাড় পঞ্চায়েতের উপ-প্রধান অশোক কুমার মাইতি, দলের সহ-সভাপতি গনেশ চন্দ্র পয়ড়্যা ও প্রশান্ত মাইতি।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official